প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক পরিচালিত আশ্রয়ন প্রকল্পটি সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচী। সমাজসেবা অধিদফতর ২০০১ খ্রিঃ থেকে প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রামে বসবাসকারি দরিদ্র জনগোষ্ঠি,ভূমিহীন,গৃহহীন,ছিন্নমূল ও দুর্দশাগ্রস্থ পরিবারকে পূনর্বাসন এবং তাদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষন ও ক্ষুদ্রঋণ প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল করে তোলার জন্য আশ্রয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ।
কর্মসূচীর উদ্দেশ্য:
লক্ষভূক্ত পরিবার:
বিনিয়োগকৃত ঘূর্ণায়মান তহবিলের বিবরণঃ- উপজেলা সমাজসেবা কার্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
ক্রমিক নং |
খাতের নাম |
প্রকল্প গ্রামের সংখ্যা |
উপকারভোগীর সংখ্যা |
বিনিয়োগকৃত অর্থের পরিমাণ |
আদায়যোগ্য অর্থের পরিমাণ |
আদায়কৃত অর্থের পরিমাণ |
আদায়ের হার |
01 |
আশ্রয়ণ প্রকল্পের অধীন ক্ষুদ্রঋণ কর্মসূচী |
01 |
81 |
500000 |
540000 |
520000 |
97% |
পুনঃবিনিয়োগকৃত ঘূর্ণায়মান তহবিলের বিবরণঃ- উপজেলা সমাজসেবা কার্যালয়, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
ক্রমিক নং |
খাতের নাম |
প্রকল্প গ্রামের সংখ্যা |
উপকারভোগীর সংখ্যা |
পুনঃবিনিয়োগকৃত অর্থের পরিমাণ |
আদায়যোগ্য অর্থের পরিমাণ |
আদায়কৃত অর্থের পরিমাণ |
আদায়ের হার |
01 |
আশ্রয়ণ প্রকল্পের অধীন ক্ষুদ্রঋণকর্মসূচী |
01 |
37 |
689000 |
744120 |
374400 |
50% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস