Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ


উপজেলা সমাজসেবা কার্যালয় ,নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সেবা প্রদানের ক্ষেত্রে কর্মচারিদের মধ্যে কাউন্সিলিং এর মাধ্যমে ইতিবাচক পরিবর্তন এনেছে ।

এছাড়া সম্মিলিত অর্জন হলোঃ

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল সমাজসেবা অধিদফতর।

বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল অধিদপ্তর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পুরস্কার পেয়েছে সমাজসেবা অধিদফতর। অদ্য ৮ জানুয়ারি ২০২০ তারিখ ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার তুলে দেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির এর হাতে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় অধীন সমাজসেবা অধিদফতর দেশব্যাপী গ্রামীণ এবং শহর উভয় এলাকায় সমাজের পিছিয়েপড়া, অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুঃস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক, বুদ্ধি এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র, অসহায় রোগী, ঝুঁকিতে থাকা শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা সেবা প্রদান করছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল নৌকার সাথে পাল তুলে সমাজসেবা অধিদফতর জনগণকে ডিজিটাল সেবা প্রদানে এগিয়ে চলছে দুর্বার গতিতে।

দ্রুততম সময়ে কাঙ্খিতমানের সেবা প্রদান ও পেপারলেস অফিস গড়ার প্রত্যয়ে ই-ফাইল (নথি) সিস্টেমে সমাজসেবা অধিদফতরের ৬৯৩ টি কার্যালয় লাইভে কাজ করছে। প্রতিমাসেই এ অধিদফতর ই-ফাইল ব্যবহারে দেশের সকল দপ্তররের মধ্যে ১ম স্থান অধিকার করে থাকে। মাসে গড়ে ৩৫০০টি পত্র জারী ৪৫০০ টি নথি ই-ফাইলে নিষ্পন্ন হয়ে থাকে। মুজিববর্ষকে সামনে রেখে মাঠপর্যায় থেকে কোন প্রকার পত্রের হার্ডকপি গ্রহণ করা হবে না মর্মেও নির্দেশনা প্রদান করা হয়েছে। জনগণকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুততম সময়ে সমস্যা সমাধানের ক্ষেত্রেও ইতোপূর্বে শ্রেষ্ঠ পুরস্কৃত পেয়েছিল সমাজসেবা অধিদফতর। ৪২ টি উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবা সহজীকরণে কার্যক্রম চলমান রয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তির তথ্য ভান্ডার, ভাতা কার্যক্রমের তথ্য ভান্ডার, ক্যান্সার,কিডনী ও লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইড,জন্মগত হৃদরোগী ও থ্যালাসিমিয়া রোগীর আর্থিক সহয়তা আবেদন, শিশুর তথ্য সংরক্ষণ ও পরিকল্পনা প্রণয়নে চাইল্ড ম্যানেজমেন্ট সিস্টেম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনলাইন আবেদন, জাতীয় সমাজসেবা একাডেমীর প্রশিক্ষণ ব্যবস্থাপনা, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহজ শিক্ষণের জন্য অডিও বুক ও অডিও ডিভাইস, শিশু নির্যাতন ও শিশু অধিকার সুরক্ষা হেল্প লাইন, ই- সমাজকল্যাণ বার্তা, সমাজসেবার তথ্য ও যোগাযোগ সেবা অ্যাপ, আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম, প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সিস্টেম ইত্যাদি ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করছে সমাজসেবা অধিদফতর।

বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা আজকের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ডিজিটাল সমাজসেবা অধিদফতর গড়ার দীপ্ত শপথে ডিজিটাল ডিজি খ্যাত গাজী মোহাম্মদ নূরুল কবিরের নেতৃত্বে বলিষ্ঠ আর উদ্দীপ্ত এক ঝাঁক কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত মানুষের হাতের মুঠোয় নাগরিক সেবা পৌঁছে দিতে উদ্ভাবন করে যাচ্ছে অবিরত।

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অবস্থিত ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রদান অনুষ্ঠান ২০১৯ এ মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, সরকারের অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রীগণসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।